আফসানা ইসলাম রিমা,মাগুরা প্রতিনিধিঃ চলতি২০২২-২৩ শিক্ষাবর্ষে রাঙামাটি মেডিকেল কলেজে চান্স পেয়েছে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বসুর ধুলজুড়ি গ্রামের রিয়াজুর রহমান ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে সুমাইয়া রহমান রিপা।মেডিকেল ভর্তি পরিক্ষায় তার মেরিট স্কোর ৬৬.৫ মেরিট পজিশন ৪১৬৭।মানুষ গড়ার কারিগর ! সুমায়ার বাবা মহম্মদপুর উপজেলার বসুর ধুলজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।মা ফাতেমা আক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ।অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর অধ্যাবসায় শত বাধা পেরিয়ে সুমাইয়া তার স্বপ্নপূরণে একধাপ এগিয়ে।ছোটবেলা থেকে সুমাইয়া এঁর স্বপ্ন ছিল একজন মানবিক চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এরই ধারাবাহিকতায় সেই স্বপ্ন পূরণের একধাপ এগিয়ে।সে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা, এমসিএসকে এঁর মেধাবী শিক্ষার্থী।ডাক্তারী পেশা জনসেবার এক উত্তম আদর্শ।সুমাইয়া জানায়, আমার উদ্যেশ্য একজন মানবিক ডাক্তার হওয়া এবং আমার ব্রত হবে মানুষের সেবা।সুমাইয়া রিয়াজুর রহমান ও ফাতেমা আক্তার শিক্ষক দম্পতির একমাত্র মেয়ে। এক ভাই এক বোনের বোন মধ্যে সে দ্বিতীয়।শিক্ষক দম্পতির ঐকান্তিক প্রচেষ্টায় মেয়ে আজ তার স্বপ্নের উচ্চ শিখরে। বাবা মায়ের প্রচেষ্টা ও নিজের মেধাকে কাজে লাগিয়ে মনের ভেতরে লালিত স্বপ্নকে দিয়েছেন বাস্তব রূপ।মেয়ে এমবিবিএস পরীক্ষায় চান্স পাওয়ায় শিক্ষক শিক্ষক দম্পতির মন বেজায় খুশি।তাঁদের মলিন চেহারায় আজ পরিতৃপ্তির হাঁসি। তারা গর্বিত পিতা মাতা।তারা বলেন, আমাদের মেয়ে যেনো জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে জনগণের ডাক্তার হতে পারেন।চিকিৎসা সেবা দিয়ে গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে সারাজীবন যাতে থাকতে পারে সেজন্য, দেশবাসীর কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন এই দম্পতি।