মো:সৈকত জামান প্রিন্স,ফুলছড়ি প্রতিনিধি
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সাংসদ মাহমুদ হাসান রিপন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী অপশক্তি নানা ষড়যন্ত্র করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর এ অপশক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে বিলুপ্ত করার চেষ্টা করেছে। এ অপশক্তিকে রাজনীতি থেকে নির্মূল করতে মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতার স্বপক্ষের লোকজনকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ রোববার সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা হেলিপ্যাড মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ।