আত্রাই উপজেলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই নদীতে অভিযান চালিয়ে অবৈধ রিং জাল জব্দ করা হয়েছে। পর তা জ্বালিয়ে দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার (২৭মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথের নেতৃত্বে, অফিস স্টাফ এবং আত্রাই থানা পুলিশের সহযোগিতা নিয়ে উপজেলার রেলস্টেশন সংলগ্ন আত্রাই নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। মৎস্য অফিসের তথ্যমতে, অভিযান পরিচালনা করে ২০টি রিং জাল জব্দ করেন, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। পরে জব্দকৃত রিং জালগুলো উপজেলা থানা চত্বরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, সারাদেশে মৎস্য আইন বাস্তবায়নে এবং নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আমিনুল এহসান নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় আত্রাই উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য দপ্তরের উদ্যোগে অবৈধ রিং জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।