সামসুজ্জামান সেন্টু আত্রাই উপজেলা প্রতিনিধি:
ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস-২০২৩ পালিত হয়েছে। এই দিবস উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২ মার্চ) সকল ১০ টার সময় উপজেলা চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বাহির হয়, র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে আবার উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রমাণিক। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা প্রতিবন্ধী অফিসার পি.এম কামরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সকল ইউনিয়নের চেয়ারম্যানগসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।