মোঃ মনিরুল ইসলাম বরগুনা জেলা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমতলীতে কোন প্রোগ্রাম করলে আগে মতি মেয়রের পারমিশন নিতে হয়, উপজেলা পরিষদের উপ- নির্বাচনের নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে বক্তব্যে এমন কথা বলেন আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সালাম মোল্লা।জানা যায়,গত মঙ্গলবার সন্ধ্যায় আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট চাইতে এমন বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাম মোল্লা। ঐ সময় মিটিংয়ে উপস্থিত ছিলেন আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিপন মিয়া ও সাবেক চেয়ারম্যান হারুন অর রশীদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। তার বক্তব্যে সোস্যাল মিডিয়ায় নিন্দা ও ক্ষোভের ঝড় বইছে।ভিডিওতে দেখা যায় আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম মোল্লা বলছেন,বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ও যদি আমতলী আসেন বা কোন প্রোগ্রাম করেন আগে আমতলীর মতি মেয়রের পারমিশন নিতে হয়। তার বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেউ কেউ দল থেকে তার বহিস্কারাদেশ ও কঠোর শাস্তি দাবি জানিয়েছে।ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক সোহেল রানা বলেন,সালাম মোল্লা সবসময় নেশাগ্রস্ত থাকেন,কিভাবে প্রধানমন্ত্রী শেখহাসিনা কে নিয়ে তিনি কিভাবে এমন কথা বলার সাহস পান। তার আওয়ামীলীগ থেকে বহিষ্কার ও কঠোর শাস্তি দাবি জানাই।বক্তব্যের বিষয় জানতে চাইলে সালাম মোল্লার মুঠোফোনে একাধিকবার ফোনে করেও তাকে পাওয়া যায়নি।আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক জি এম ওসমানী হাসান বলেন,সালাম মোল্লার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাই এবং কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।