মোঃ মনিরুল ইসলাম আমতলী বরগুনা জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ ছিল একটি অগ্নিমশাল যা বিস্ফোরিত করেছিল মুক্তিযুদ্ধের দাবানল যার সামনে টিকতে পারেনি হানাদার পাকিস্তানি সেনাবাহিনী।তাই তো নির্মলেন্দু গুণ কবিতায় বলেছেন, ‘কে রোধে তাঁহার বজ্রকণ্ঠবাণী? গণসূর্যে মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর- কবিতাখানি।’জাতির জনকের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শুধু বাংলাদেশের মানুষের হৃদয়কেই নাড়া দেয়নি, ভাষণটি সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। এ ভাষণের মধ্য দিয়ে সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলেন জাতির জনক। তিনি একটি ভাষণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সামগ্রিক দিকনির্দেশনা দিয়েছিলেন।ঐতিহাসিক দিনটিকে যথাযোগ্য মর্যাদায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন,জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দিনের কর্মসূচী শুরু হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)মো.মজিবর রহমান, আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক জি এম ওসমানী হাসান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম,জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আরিফুর রহমান, আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মোঃহাবিবুর রহমান,সাবেক কেন্দ্রীয় ছাএলীগ নেতা মিজানুর রহমান সহ আওয়ামীলীগ, যুবলীগ,অংগ সংগঠনের নেতাকর্মী ও পরিষদের সরকারী কর্মকর্তা কর্মচারী বৃন্দ।