মোঃ মনিরুল ইসলাম বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা আমতলীতে পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে স্বল্প আয়ের ও হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন আ.সভাপতি পুএ।
আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি পুত্র মুবদী সরোয়ার সোওম এর দিকনির্দেশনায় বুধবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় পৌরসভার বাধঘাট চৌরাস্তা এলাকায় ঘুড়ে ঘুড়ে অটোচালক, দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় সাথে ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর গাজী নয়ন, ছাত্র লীগ নেতা নবাব তালুকদার, রিয়াজ তানভীর, সামিম, রাব্বি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
মুবদী সরোয়ার সোওম বলেন,প্রতিবারই ঈদের আগে আমরা দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের মাঝে কিছু ঈদ উপহার দিয়ে থাকি যদিও সেটা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। কিন্তু আমার বাবা আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান অসুস্থ থাকায় সীমিতভাবে কিছুসংখ্যক মানুষকে দিয়েছি।সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।তিনি যেন পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের মাঝে থেকে মানুষের সেবা করতে পারে।