আব্দুল মুনতাকিন জুয়েল,স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দিঘী বাজার সংলগ্ন আশ্রয় প্রকল্পের পাঁচটি ঘরের বারান্দার ১০ ফিট উচ্চতার পনেরোটি কংক্রিটের পিলার গত ২১মার্চ মঙ্গলবার রাতে চুরি হয়েছে।আশ্রয়ন প্রকল্পে কর্মরত মিস্ত্রিরা জানায় আমরা ২০ তারিখ সোমবার সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় যাওয়ার সময় আমরা প্রতিটি ঘরের সামনে বারান্দায় কংক্রিটের পিলার গুলো লাগানো ছিল। কিন্তু পরদিন সকালে আমরা কাজে এসে দেখি পাঁচটি ঘরের পনেরোটি কংক্রিটের পিলার চুরি হয়ে গেছে।স্থানীয় লোকজন জানায় সঠিকভাবে কংক্রিটের খুঁটিগুলো লাগানো হয়নি বিধায় চুরি করতে পেরেছে , কংক্রিটের পিলার গুলোর বেস্ট ঢালাই দেয়ার কথা থাকলেও তাঁরা বেস্ট ঢালাই না দেয়ার কারনেই কংক্রিটের পিলার গুলো খুব সহজ চুরি করে নিয়ে যেতে পেরেছে। এছাড়া তারা আরো বলেন যে কাজের মান এতটাই খারাপ হয়েছে যে ঘরগুলো বসবাস করা শুরু করলে অল্পদিনেই নষ্ট হয়ে যাবে ভেঙ্গে পড়বে ঘরগুলো।কংক্রিটের পিলার চুরি ও কাজের অনিয়ম সম্পর্কে জানতে চাইলে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম বলেন যে সকল রাজমিস্ত্রি ও লেবার সিডিউল অনুযায়ী যদি না কাজ করে তাদেরকে কাজ থেকে বের করে দেয়া হবে। কিছুদিন আগেও আমরা কয়েকজন মিস্ত্রির লেবার কে কাজ বের করে দেওয়া হয়েছে। আর পাঁচটি ঘরের ১৫টি কংক্রীটের পিলার চুরির ঘটনাটি আমরা জেনেছি,এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছি, এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি আমরা।