এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:: সাবেক এমপি, ধর্মপ্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদারের একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ইউনিয়ন এক ছাত্রলীগ নেতার সঙ্গে কথোপোকথনের ওই অডিওতে মাহবুব তালুকদারকে বলতে শোনা গেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতে ভোট অনুষ্ঠিত হয়েছে। মূলত পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী) আসনের এই সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিবকে উদ্দেশ করে এ মন্তব্য করেন।ওই রেকর্ডের মধ্যে মাহবুবুর রহমান তালুকদারকে বলতে শোনা যায়, বর্তমান এমপি মহিব রাতের ভোটে এমপি হয়েছেন। তাকে শেখ হাসিনা মনোনয়ন দেননি।এ সময় ছাত্রলীগ নেতা রুমান হাসনাতকে হুমকি দিয়ে তিনি বলেন, ছাত্রলীগ বা আওয়ামী লীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। মহিবকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দাও, আবার আওয়ামী লীগ করতে চাও। তুই কেমনে ছাত্রলীগ বা আওয়ামী লীগ করিস, আমি দেখে নেব।আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমার বাবাও সভাপতি ছিল। এ সময় তিনি বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমান মহিবকে নিয়ে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করেন।এ ব্যাপারে ডাবলুগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা ভুক্তভোগী রুমান হাসনাত বলেন, আমি বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমান মহিবের ছবি দিয়ে ফেসবুকে মানবতার ফেরিওয়ালা লিখে স্ট্যাটাস দিয়েছি। এটা দেখে মাহবুবুর রহমান তালুকদার আমাকে ফোন দিয়ে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয় এবং বর্তমান সংসদ সদস্যকে নিয়ে বাজে মন্তব্য করেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় আছি।এব্যাপারে সাবেক সংসদ সদস্য, ধর্মপ্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদারের মুঠো ফোন নাম্বারে একাধিকবার সংযোগের চেষ্টা করলেও সে ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।কলাপাড়া উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার বলেন, আওয়ামী লীগের তাকাইয়া এমপি মন্ত্রী হইয়া দলের বিরুদ্ধে কথাবার্তা বলছে সে। শেখ হাসিনার নেতৃত্ব মানে না আমি তার বিরুদ্ধে জেলায় বিভাগে ও কেন্দ্রে অভিযোগ দিয়েছি দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে আশা করি। তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।