নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মিরপুর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের এক প্রাক্কালে আমিনুল ইসলাম বলেন ‘এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর।’ ‘ঈদুল ফিতর মানেই খুশি ও আনন্দ, আসুন আমরা সবাই মিলে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ ও ভাগাভাগি করি।’ মিরপুর বাসীর ঈদুল ফিতরের আনন্দ নির্বিঘ্ন উপভোগ করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা এরই মধ্যে নিশ্চিত করেছেন বলে জানান তিনি।
তিনি পবিত্র ঈদুল ফিতরের মহিমায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে সারাদেশের পুলিশ কর্মকর্তাদের ও জনগন ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান ।
‘ভালো থাকুন এবং নিরাপদ থাকুন, ঈদ মোবারক’ বলে বার্তাটি শেষ করেন।