কালীগঞ্জ প্রতিনিধি, লালমনিরহাটঃ
লালমনিরহাট কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের ২নং ওয়ার্ড এর বাসিন্দা সিদ্দিক আলী (৪৫) এর ওয়ারিশবর্গের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার মোঃ আবেদ আলী (৬৫)র সাথে সংঘর্ষ ঘটে । ২৩শে মার্চ রোজ বৃহস্পতিবার সকাল ১১.০০ টার সময় নিজ ভোগ দখলীয় জমিতে বাঁশঝাড় থেকে জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক ব্যক্তি বাঁশ কাটতে গেলে আবেদ আলী (৬৫) নামের একজন তার দলবল নিয়ে বাঁশঝাড়ের কাছে গিয়া উপরোক্ত ব্যক্তিকে বাঁশ কাটতে বাঁধা প্রদান করেন। জাহাঙ্গীর আলম তাদের বাঁধা না মেনে জোর পূর্বক বাঁশ কাটতে থাকলে তাকে কিল ও ঘুষি মারতে থাকে এবং এক্ পর্যায় লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। মাড় খাওয়ার সময় উক্ত ব্যক্তি চিৎকার করলে বড় ভাই সিদ্দিক মিয়া সহ বাড়ীর সবাই দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। উপরোক্ত বাহিনী লোহার রড, কুঁড়াল ও লাঠি দিয়ে সকলকেই তখন বেধরক মার শুরু করে। এবং ধারালো চাকু, দা,বডি ও কুড়াল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মহিলা সহ মোট ৭ জন আহত হয়।এরপর সকলে খান্ত হয়ে ফিরে গেলে এলাকাবাসীর সহযোগিতায় সবাই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভর্তি হয়। তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন সিদ্দিক মিয়া (৪৫) সহ আরও কয়েকজন। এরপর সিদ্দিক মিয়া হাসপাতালে থাকাবস্থায় থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ এর বিষয়ে জানতে চাইলে সিদ্দিক মিয়া বলেন, আমরা গত ৪০ বছর যাবৎ উক্ত ১ একর ৪১ শতাংশ জমি ভোগ দখল করিয়া আসিতেছি, আর এখন আবেদ আলী ও তার গুন্ডা বাহীনি এখন সে জমি জোর পূর্বক দখল করিতে চাচ্ছে। সেই সূত্রেই তারা এখন আমাদের সকলকে মারধর করছে। সেই সাথে ভয় দেখিয়ে খুনের হুমকিও দিচ্ছে। তাই আমি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছি, আমি সুক্ষ ও সঠিক তদন্ত পূর্বক আইনের আওতায় বিচারের দাবি করছি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম গোলাম রসুল বলেন, কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।