নাঈম মিয়া,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
গতকাল ২৫ মার্চ (শনিবার) সন্ধ্যা ৭টায়,কিশোরগঞ্জের কটিয়াদী ও কিশোরগঞ্জ সদর, দুটি উপজেলার সীমানা বর্তী সৌহার্দপূর্ণ দুই গ্রামের (শিমুহা ও বটখিলা গ্রামে) মোট ৩০ টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শিমুহা বটখিলা ফেসবুক গ্রুপের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি ২৫ কেজি চাল,আড়াই কেজি পেঁয়াজ, ৪কেজি আলু,এক কেজি তেল, ১কেজি ডাল,১ কেজি মুড়ি,আধা কেজি খেজুর।
রমজান মাসে এই মহৎ কাজে শিমুহা বটখিলা ফেসবুক গ্রুপের সদস্যদের বিশেষ সহযোগিতায় এলাকার গরিব,বিধবা ও অসহায় পরিবারকে সহযোগিতা করা হয়েছে। উক্ত গ্রুপের সদস্যরা সরকারি বেসরকারি চাকরিজীবি,সাংবাদিক, ব্যবসায়ী ও প্রবাসী সহ বিভিন্ন শ্রেণি পেশায় নিয়োজিত রয়েছেন। শিমুহা বটখিলা ফেসবুক গ্রুপ ভবিষ্যতে আরো স্বাস্থ্য শিক্ষা ও অসহায় শিশুদের নিয়ে কাজ করতে চায় মর্মে সমাজের সর্বস্তরে মানুষের কাছে সহযোগিতা ও দোয়া প্রত্যাশী