মোঃহাবিবুর রহমান (হাবিব)রংপুর পীরগাছা প্রতিনিধি
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস’২০২২, উদর্যাপন উপলক্ষে রংপুরের পীরগাছা উপজেলা আওতাধীন তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু প্রাণ কেন্দ্রে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “ক্রিয়েটিভ মডেল স্কুলের” আয়োজনে বিজয় দিবস উদর্যাপন উপলক্ষে, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৮.৩০ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন”ক্রিয়েটিভ মডেল স্কুলের “সন্মানিত অধ্যক্ষ,জনাব মোঃআবু-বক্কর সিদ্দিক,ব্যবস্থাপনা পরিচালক,জনাব মোঃআনোয়ার হোসাইন,মোঃআল-আমিন হোসাইন,
সহকারী শিক্ষক,মোঃবুলবুল আহম্মেদ,মোঃবায়জিদ বোস্তামি (বাপ্পি),
মোঃআসাদুজ্জামান (সজিব),মোঃসামস্ (সাদিক),মোঃমামুন মিয়া,সহ আর-ও অনেকেই উপস্থিত ছিলেন। এসময়”ক্রিয়েটিভ মডেল স্কুলের”
(অধ্যক্ষ)মোঃআবু-বক্কর সিদ্দিক বলেন,আজ
(১৬ ডিসেম্বর)মহান বিজয় দিবস উদর্যাপন উপলক্ষে”ক্রিয়েটিভ মডেল স্কুলের”পক্ষ থেকে সকল বীর শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা অঞ্জলি।১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস । এ দিবসটি জাতীয় জীবনে অপরিসীম গুরুত্ব ও তাৎপর্যমণ্ডিত। কেননা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে লাখো শহীদের আত্মদান আর কোটি মানুষের অশ্রু বিসর্জনের মাধ্যমে বাঙালি জাতি বিজয়ের গৌরব অর্জন করেছে ।পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে । বাঙালি জাতি পেয়েছে বীরের খেতাব পৃথিবী ।
পরিশেষে তিনি
সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।