আব্দুল মুনতাকিন জুয়েল,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসুচী গ্রহণ করা হয়েছে আজ রোববার সুর্যদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহানস্বধিীনতা ও জাতীয় দিবসের শুভ সুচনা করা হয় এবং সকল সরকারী,আধা সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকারী ,বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিজয়স্তম্ভে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক অলিউর রহমান,পুলিশ সুপার কামাল আহম্মেদ ,জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবির ,পৌর মেয়র মতলুবর রহমানসহ অন্যরা। এছাড়াও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের
কর্মকর্তা , রাজনৈতিক দল ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়াও কুচকাওয়াজ,ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের সন্মাননা মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শণী ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।