আব্দুল মুনতাকিন জুয়েল,স্টাফ রিপোর্টারঃ
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১ কোটি ১ লাখ টাকা ব্যয়ে আজ সোমবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী উচ্চ বিদ্যালয়ে দ্বিতল একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন এমপি। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে ছাত্র শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিএম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রফিকুজ্জামান, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অ্যাড. নুরুল আমিনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। প্রধান অতিথি মাহমুদ হাসান রিপন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল
নেতৃত্বে দেশ অনেক এগিয়ে যাচ্ছে। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী
দ্বাদশ সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী শক্তিকে বয়কট করে জনগণ আবারও আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করার আহবান জানান।