গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা মোড় চারমাথায় এলাকায় আজ রাত সাড়ে১১টায় মর্মান্তিক এক সড়ক দুঘর্টনা ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী মিলন নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ফল ব্যবসায়ী মিলন মিয়া শিবপুর ইউনিয়নের রুদ্রনগর চারমাথা গ্রামের আব্দুল জলিল পানু মিয়ার ছেলে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকের হেলপার ও ড্রাইভার পালিয়ে যায়। তাৎক্ষিক আশ পাশের লোকজন ঢাকা – রংপুর মহাসড়ক অবরোধ করে। পুলিশ এসে লোকজনকে শান্ত করে। পুলিশ ঘটনার ঘাটত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন এ সড়ক দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।