মোঃ মনিরুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ
আমতলী উপজেলা ছাএলীগের সভাপতি পদ থেকে মোঃ মাহবুবুল ইসলাম কে অব্যাহতি দিয়ে মতিন খান কে ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব দেয়া হয়েছে।
খবর নিয়ে জানা যায়, বাংলাদেশ ছাএলীগ বরগুনা জেলা শাখার এক বিজ্ঞপ্তিতে গত ০৯-০৪-২০২৩ইং তারিখের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃংখলা ভঙ্গের কারনে মোঃ মাহবুবুল ইসলাম কে উপজেলা ছাএলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়ে ১নং সহ-সভাপতি মতিন খান কে ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব দেয়া হয়েছে।
এবিষয় জানতে চাইলে বরগুনা জেলা ছাএলীগের সভাপতি রেজাউল কবির রেজা মুঠো ফোনে বলেন,মাহবুবুল ইসলামের বিরুদ্ধে ইতিমধ্যে মাদক মামলা, দলীয় সাংগঠনিক শৃংঙ্খলা ভঙ্গসহ একাধিক অভিযোগ আমরা পেয়েছি তার পরিপ্রেক্ষিতে তাকে গত ২৬ শে জুলাই ৩ দিনের মধ্যে স্বশরীরে কারন দর্শানোর নোটিশ দিলেও তিনি নোটিশের কোন প্রকার
জবাব দেননি,এবং বঙ্গবন্ধুর জন্মদিন সহ জাতীয় কর্মসূচী পালন না করে কার্যত উপজেলা ছাএলীগের কমিটি নিস্ক্রিয় করায় কেন্দ্রীয় ছাএলীগের নেতৃবৃন্দের পরামর্শক্রমে জেলা ছাএলীগের জরুরী মিটিংয়ে সিদ্ধান্ত মোতাবেক ৯ই এপ্রিল মাহবুবুল ইসলাম কে
আমতলী উপজেলা ছাএলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়ে উপজেলা ছাএলীগের ১নং সহ-সভাপতি মতিন খান কে ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব দেয়া হয়।
তিনি আরও বলেন,আপনারা জেনে থাকবেন ভারপ্রাপ্ত সভাপতি মতিন খান একজন জনপ্রিয় ছাএনেতা, তার নেতৃত্বে শীঘ্রই উপজেলা ছাএলীগের স্বচ্ছ সম্মেলন করার নির্দেশনা দেয়া হয়েছে।