বরগুনা প্রতিনিধিঃ
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ৪১ তম আসরে যৌথ ভাবে চ্যাম্পিয়ন হয়েছে বরগুনা ও ময়মনসিংহ জেলা দল।
শুক্রবার (৭ এপ্রিল) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওই দুই দলকে বিজয় ঘোষনা করা হয়।
এর আগে গত বুধবার তিন দিনের এই ফাইনাল খেলা শুরু হয়। ওই ম্যাচে টস জিতে ময়মনসিং জেলা ক্রিকেট দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৩৬ রানে অল আউট হয়। এরপরে বরগুনা জেলা দল ব্যাট করতে নেমে ২২৭ অল আউট হয়ে প্রথম ইনিংসে শেষ করে। পরে ময়মনসিং ক্রিকেট দল ১০৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেন। তারা দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষে ১১০ রান সংগ্রহ করেন।
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (এনসিসি) ৪১ তম আসরের তিন দিনের ফাইনাল খেলায় আজ ড্রতে শেষ হওয়ায় দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে।
ফাইনাল ম্যাচে বরগুনা জেলা দলের ব্যাটসম্যান সিয়াম ৮৬ রান করেন ও সৌরভ ৯২ রান দিয়ে ৪ উইকেট নেন। এই ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন ময়মনসিংহ দলের রনি।
খেলা শেষে প্রধান অতিথি কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান দুদলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ছিলেন বিসিবির কাউন্সিলর আলমগীর হোসেন ও মাহমুদুল করিম।
বরগুনা ক্রিকেট দলের টিম ম্যানেজার এম এইচ আর রিংকু বলেন, সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করা ৬৪ দলের মধ্যে আমরা যৌথভাবে চ্যাম্পিয়ন হতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি আমাদের দলের খেলোয়াড়রা তাদের এই বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আশা করি তারা একসময় জাতীয় দলে খেলবে।