মোঃ মনিরুল ইসলাম বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা আমতলী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।শুক্রবার সকাল ১১টার সময় আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির, সাবেক পৌর মেয়র নাজমুল আহসান নান্নু, সাবেক যুবলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন খান, আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির,স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম মিঠু মৃধাসহ ছাএলীগ,যুবলীগের নেতৃবৃন্দ।সভায় আসন্ন উপজেলা কমান্ডার নির্বাচনে সকল মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীদের মতামতের ভিওিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান কবিরের নাম ঘোষনা করা হয়।মতবিনিময় সভায় আরও সিদ্ধান্ত হয় ,আগামী ৯ এপ্রিল রোজ রবিবার প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মরহুম জিএম দেলোয়ার হোসেন এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমতলী উপজেলা আওয়ামীলীগ নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করেছেন।
১.সকাল ৯ঃ০০ ঘটিকায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা কালো পতাকা উত্তোলন।
২.সকাল ৯.৩০ ঘটিকায় মরহুমের নিজবাড়ীতে কবর জিয়ারত ও দোয়া মাহফিল।
আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলার সকল সন্মানিত বীরমুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।