মোঃ মনিরুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ
প্রয়াত নেতা সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন’র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভায় এ কথা বলেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান।
রবিবার সকাল সারে ৯টায় মরহুমের গ্রামের নিজ বাড়িতে ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রয়াত নেতার বর্নাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারন করতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার বলেন,জি এম দেলওয়ার হোসেন’র হাত ধরে আমার রাজনীতিতে আসা। তার চলে যাওয়া দলের জন্য অপূরনীয় ক্ষতি। বক্তব্য রাখেন, মরহুমের বড় ছেলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান। তিনি বলেন,আমার বাবা জি এম দেলওয়ার কোনদিন অন্যায়ের সাথে আপোষ করেনি,আমিও করবনা। মানবতার মা প্রধান মন্ত্রী জননেএী শেখ হাসিনা আমাকে যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের দায়িত্ব দিয়েছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করব ইনশাল্লাহ।
সভায় আরও বক্তব্য রাখেন, মরহুমের বড় ভাই বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির,সাবেক আমতলীর পৌর মেয়র নাজমুল আহসান নান্নু, মরহুমের বেয়াই মোঃ শাহআলম তালুকদার, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট বাহাদুরশাহ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জিএম মুসা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন খান,প্রভাষক আবুল হোসেন বিশ্বাস,প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না,যুবলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদ সহ ছাএলীগের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান সভার সমাপ্তি ঘোষনা করেন।