মোঃ মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধি বরগুনাঃ
ঢাকায় চিকিৎসাধীন থেকেও নৌকা প্রতীকে ভোট চেয়েছেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান।আসন্ন ১৬ই মার্চ আমতলী উপজেলা পরিষদের পুনঃনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কাদের মিয়ার পক্ষে ভোট ও আওয়ামীলীগের নেতাকর্মীদের কাজ করতে বলেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান।উল্লেখ্য গত ২১ শে ফেব্রুয়ারী আমতলী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা থেকে তিনি গুরতর অসুস্থ হয়ে পরলে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া হয়।বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। খবর নিয়ে জানা যায়,তার শারীরিক অবস্থা একটু উন্নীত হলেও ডাঃ তাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান মুঠো ফোনে বলেন,আমি দীর্ঘীন ধরে অসুস্থ, ঢাকায় চিকিৎসাধীন রয়েছি।তাই আমি ঢাকায় থাকার কারনে নির্বাচনের মাঠে থাকতে পারছি না তবে আমতলী উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাএলীগ, স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে নৌকা মার্কার পক্ষে ভোট চাওয়ার জন্য অনুরোধ করছি।আগামী ১৬ ই মার্চ উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কাদের মিয়া নৌকা মার্কার ভোট প্রার্থনা করে ও তার বিজয় নিশ্চিত করতে উপজেলাবাসীর সকলের কাছে অনুরোধ করেছেন।