মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চলছে কোটি টাকার অবৈধ বালু বাণিজ্য। তিস্তা নদী থেকে ড্রেজার মেশিন ও ভেকু দিয়ে বালু উত্তোলন করে সে গুলো ট্রাক দিয়ে কয়েকটি চক্র বিক্রি করছে । ১১ তারিখ (শনিবার) সন্ধার দিকে গরুহাটিতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে একটি ট্রাক আটক করে এবং পরবর্তীতে বালু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা তাদের প্রভাব দেখিয়ে ও ভয়ভীতি দেখিয়ে বালু ভর্তি ট্রাকটি নিয়ে যায়। কিছুদিন আগে অবৈধ বালু উত্তোলন খাদে পড়ে ৪ বছরের একটি শিশু মারা যায়। কিন্তু তার পড়েও বালু উত্তলন ও ট্রাক দিয়ে নিয়ে যাওয়া থেমে রাখিনি ক্ষণিকের জন্য এই চক্রটি। বিভিন্ন সময় উপজেলা প্রশাসন ইউএনও ও ভূমি কর্মকতা অভিযান চালাচ্ছে। কিছু দিন আগে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ব্যবসায়ীর কাছে ৫০ হাজার ও ট্রাক মালিক এর কাছে ১ লক্ষ টাকা জরিমানা করে ইউএনও জিআর সারোয়ার। তবে বেশি ভাগ সময় প্রশাসন আশার আগেই খবর পায় অবৈধ বালু ব্যবসায়ী চক্রটি। ট্রাক ভর্তি বালু নিয়ে যায় সব সময় যে কারণে রজব পাড়ার রাস্তাটি একবারেই নষ্ট হয়ে গেছে চলাচলের জন্য একবারেই অনুপযোগী। ট্রাক চলাচলের ফলে বালু উরে গিয়ে নাখ-মুখে ডুকে বিভিন্ন রোগ জীবানুর সৃষ্টি করছে। যার ফলে এলাকার মানুষ স্বাস্থ্য ঝুঁকির ভোগান্তিতে পড়ছে। ট্রাকের সাথে ধাক্কা লেগে কয়েকদিন আগে একটি গর্ভবতী ছাগল মারা যায়। বালুর ট্রাকে মানুষের এক্সিডেন্ট হওয়ার ঝুঁকি প্রবল । এলাকার মানুষ প্রতিবাদ করতে গেলে তাদের ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে দমিয়ে রাখে এই চক্রটি ।আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি,আর সারোয়ার বলেন, আমি এ যাবো তো অনেকবার অভিযান চালিয়েছি। বালু ব্যবসায়ীরা আমাদের স্পোর্টে যাওয়ার আগেই গোপন ভিত্তিতে খবর পায়। যে কারণে অনেক সময় আমরা অভিযান চালিয়ে ব্যর্থ হই। তবে কিছু দিন আগে আমরা গোপনে অভিযান চালিয়ে ট্রাক চালককে ১ লক্ষ টাকা এবং ড্রেজার মেশিনের মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করি। আমাদের অভিযান প্রতিনিয়ত চলছে এবং অভিযান চলবে।