বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে” এই শ্লোগানকে সামনে রেখে ফেসবুক গ্রুপ এস এস সি ২০০৯ এইচ এস সি ২০১১ দি ইনভিন্সিবল ০৯/১১ উত্তরা জোনের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
৭ এপ্রিল ২০২৩ উত্তরা জোনের সকল বন্ধুরা দলে দলে একত্রিত হয়।বন্ধুরা এক হলেই সবার ভিতর প্রাণের উচ্ছাস দেখা দেয়।খুন শুটিতে মেতে ওঠেন সবাই।এ গ্রুপের সদস্য সংখ্যা লক্ষাধিক সারাদেশে ছড়িয়ে আছে। প্রতি বছরের ন্যায় এবারও বন্ধুদের মিলনমেলা ও ইফতার আয়োজন ছিলো চোখে লাগার মতো।
কুরআন তেলওয়াত সহ আপনজনদের জন্য দোয়া করা হয়। স্মরণ করা হয় এরই মধ্যে যেসকল বন্ধুদের হারিয়েছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সবাই আনন্দিত।অনুষ্ঠানে উপস্থিত বন্ধু বান্ধবীরা বলেন- আমরা এই গ্রুপে যারা বন্ধু হিসেবে আছি আমরা শুধু বন্ধু না, সবাই ভাই বোনের মতো একে অপরের বাঁধনে আবদ্ধ।সুখে দুঃখে পাশাপাশি থাকবো এটাই আমাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য।শুধু দেশে না প্রবাসী বন্ধুরাও এক সাথে মায়ার বাঁধনে জড়িয়ে আছে।আয়োজকরা বলেন আমরা বন্ধুদের মিলনমেলার আয়োজন করতে পেরে আনন্দিত। সকলের সহযোগিতা ও ভালোবাসায় কৃতজ্ঞতা জানান তারা।