জান্নাত জাহাঃ
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বিজয় র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।এরপর স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এসময় তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে সম্মাননা-সংবর্ধনা দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড.সামসুল ইসলাম ভূঁইয়া, জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান ও সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী ডালিয়া লিয়াকত, মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনি, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্সহ স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ। শেষে বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত ও শহীদ পরিবারের সন্তানসহ বিশিষ্টজনদের সংবর্ধনা ও সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।এছাড়া বিকেলে ক্রিকেট খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সন্ধ্যার পর বাউল গানের আয়োজন করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানান।