শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:- খুলনার পাইকগাছায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের গত কাল শুক্রবার সকাল ১০ ঘটিকায় দলীয় কার্যালয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সামি-রহমান- অন্ত্ত সভাপতিত্বে উজ্জল কুমার দাশের পরিচালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডঃ তারেক চন্দ্র রায়। বিশেষ অতিথি খুলনা মহানগর ন্যাপের সাধারণ সম্পাদক এ্যাডঃ মিলন মোহন মন্ডল।খুলনা জেলা ন্যাপের মহিলা বিষয়ক সম্পাদিকা মেরিনা পারভিন যুথি। খুলনা জেলা ন্যাপের সহ সভাপতি ডাঃ নিরঞ্জন বিশ্বাস।খুলনা জেলা ন্যাপের প্রচার সম্পাদ এ্যাডঃ রাজু আহম্মেদ।এসময় বক্তব্য রাখেন শংকর কুমার মন্ডল।অসীম মিস্ত্রী। কামরুল ইসলাম।আলারিনো সিং। সঞ্জয় কুমার গাইন।নাজম খাতুন।রাবেয়া খাতুন প্রমূখ।