পীরগাছা প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় গোয়াল ঘরে আগুন লেগে ৪লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে। এতে একটি গরু, একটি বাছুর, একটি ছাগল পুড়ে মারা যায়। আরও কয়েকটি প্রাণি আংশিক পুড়ে গুরুত্বর অসুস্থ হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ছাওলা ইউনিয়নের আদম সরকারপাড়া গ্রামের কৃষক আকতারুজ্জামানের বাড়িতে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১১টায় ওই গ্রামের মৃত সামছুল হকের ছেলে আকতারুজ্জামানের গোয়াল ঘরে আকস্মিকভাবে আগুন লাগে। আগুন লাগার ৩০মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনলেও একটি গরু, একটি বাছুর, একটি ছাগল বাঁচানো সম্ভব হয়নি। এসময় আরও কয়েকটি প্রাণি আংশিক পুড়ে গুরুত্বর অসুস্থ ও একটি রান্না ঘর অর্ধেক পুড়ে যায়। ঘটনার সময় উপজেলা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নেভান।
ক্ষতিগ্রস্ত আকতারুজ্জামান বলেন, কিভাবে আগুন লাগল আমি জানিনা তবে গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল লাগানো ছিল। গোয়াল ঘরে আগুন লাগায় এতে আমার সবমিলে ৪লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে।