মোঃহাবিবুর রহমান (হাবিব),পীরগাছা (রংপুর) প্রতিনিধি—
রংপুরের পীরগাছায় গোলাম রহমান কলেজের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (১০৩)তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।গতকাল রোজ-শুক্রবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুদ বাজারস্থ গোলাম রহমান কলেজ হল রুমে দোয়া ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়।
গোলাম রহমান কলেজের ইসলামের ইতিহাসের প্রভাষক একরামুল ইসলামের সঞ্চালনায় ও অধ্যক্ষ শ্যামলী বেগম শেলীর সভাপতিত্বে বঙ্গবন্ধুকে স্মরণ করে এতে বক্তব্য দেন কলেজের প্রভাষক রবিউল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম আজাদ, মৌসুমি আক্তার, মনিরা আফরিন, শারমিন আক্তার ও শিক্ষার্থী সালমা আক্তার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক মো. আমিন, হোসেন আলী, বিমল কুমার, ফিজিক্যাল টিচার জাহাঙ্গীর আলম ও কলেজের হিসাব সহকারী আবুল কাশেম সহ শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।