মোঃ মনিরুল ইসলাম,বরগুনা জেলা প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও১৭ই মার্চ শিশু দিবস পালন উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুুতিসভা অনুষ্ঠিত হয়।রবিবার বেলা ১১টায় আমতলী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান( ভারপ্রাপ্ত)মোঃ মজিবর রহমান, বিশেষ অতিথি হিসাবে ছিলেন পৌরসভার মেয়র মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক জি এম ওসমানী হাসান,বীর মুক্তিযোদ্ধা প্রভাষক শাহজাহান কবির,উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এ্যাড,.শামসুদ্দিন শানু,আরপাঙ্গাসিয়া ইউপি চেয়ারম্যান মালা,চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান খান বাদল,সমাজসেবা অফিসার কাওসার হোসেন,সহ সরকারি কর্মকর্তাবৃন্দ।ঐতিহাসিক মার্চ মাস মহা মাস হিসাবে উল্লেখ করে আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, মার্চ মাস আমাদের গুরুত্বপূর্ণ মাস হিসাবে প্রোগ্রামগুলো সুশৃঙ্খলভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, পুস্পমাল্য অর্পণের সময় বেশিরভাগসময়ই বিশৃঙ্খলা দেখা দেয় যা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।তাই সবাই সুশৃঙ্খলভাবে সবাইকে পুষ্পমাল্য অর্পণ করা সহ সকল প্রোগ্রামে সবাইর উপস্থিতি ও সহযোগিতা করার অনুরোধ করেন।তিনি আরও বলেন, এবার আমাদের মার্চের প্রোগ্রামের সাথে জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায়ও ঘুড়ি উৎসব পালিত হবে।তাই উৎসব সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।