বরগুনা সংবাদদাতাঃ
বরগুনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের বিরুদ্ধে বোনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত বোন দিলারা বেগম বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার সকাল দশটার দিকে সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এঘটনা ঘটে।ভুক্তভোগী দিলারা বেগম বলেন বাবার বাড়ীতে প্রাপ্ত জমি রেজিষ্ট্রি করে নিয়েও টাকা পরিশোধ করেনি তার আপন ভাই জসিম। সেই পাওনা টাকা চাওয়া ও বাবার বাড়িতে পুকুর খনন করতে গিয়েই এই মারধরের শিকার হন তিনি।আহত দিলারা বেগমের স্বামী পনু বলেন, এ নিয়ে আরো একবার স্থানীয় চেয়ারম্যান শালিশ বৈঠক করে দিলেও শালিশির সিদ্ধান্ত মানেন নি জসিম। আজকের ঘটনার বিষয়ে আদালতে মামলা করবে বলে জানান তিনি। এছাড়াও স্ত্রীকে মারধরের বিচার চেয়েছেন তিনি।