মাসুম বিল্লাহ্, বরগুনাঃ
বন্ড গ্রুপের পর এবার আলোচিত কিশোর গ্যাং স্টার সানি’র (২৮) অত্যাচার নির্যাতনের রোষানলে অতিষ্ঠ বরগুনাবাসী। আইনের প্রতি কোনোপ্রকার তোয়াক্কা না করে বেপরোয়াভাবে প্রতিনিয়ত চালিয়েই যাচ্ছে তার সন্ত্রাসী কর্মকাণ্ড। সানি আতঙ্কে দিনাতিপাত করছে এলাকাবাসী। কে এই সানি? কে তার গডফাদার? জানতে চায় বরগুনাবাসী।শনিবার (২৫ মার্চ) ইফতারের পূর্ব মুহুর্তে সাইফ (২৩) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করে কিশোর গ্যাং সানি ও তার সহযোগীরা। বরগুনা সদরের গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনাসাতলী এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই যুবকের স্ত্রী রিপা বেগম (১৯) বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। কিশোর গ্যাং স্টার সানিকে গ্রেপ্তারে ইতোমধ্যেই অভিযান শুরু করেছে সদর থানা পুলিশ।মামলার বরাত দিয়ে সদর থানা পুলিশ সাংবাদিকদের জানান, শনিবার বিকালে দক্ষিণ মনাসাতলী এলাকার অবসর প্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট নূর আলম মোল্লার ছেলে ইমামুজ্জামান সাইফ মুসলিম পারা জামে মসজিদে আসরের নামাজ আদায় করে ইফতার করার উদ্দেশ্যে বাসায় ফিরছিলেন। এসময় বরগুনার আলোচিত কিশোর গ্যাং স্টার সানি অতর্কিতভাবে তার ওপরে হামলা চালায়। প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র দিয়ে সাইফকে কুপিয়ে জখম করে চলে যায়। এলাকার লোকজন তার স্বজনদের খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় সাইফকে নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল কাইয়ুম বলেন, সাইফ বাড়িতে ফেরার সময় কিশোর গ্যাং নেতা সানি তিনটি মোটরসাইকেলে এসে তার গ্যাং বাহিনীর সদস্যদের নিয়ে সাইফের ওপরে অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে তারা। আমরা দূর থেকে দেখেছি। ভয়ে কেহই সামনে যাইনি। কেউ বাঁধা দিতে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করতো তারা। বরগুনার সবাই সানিকে ভয় পায়।বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন,সানির নামে বরগুনা সদর থানায় কিশোর গ্যাং এর নেতৃত্ব দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মারধর, কুপিয়ে জখম, ইভটিজিং, অপহরণ, ছিনতাই, মাদকসহ ১৬টি মামলা রয়েছে। এ ছাড়াও আদালতে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। বরগুনার আশেপাশের থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ একাধিকবার তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তবে, জামিনে বের হয়ে আবারও বেপরোয়া হয়ে ওঠে সানি। এ বিষয়ে আহতের স্ত্রী রিপা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।জানা গেছে, কিশোর গ্যাং স্টার সানি গতমাসেও প্রকাশ্য দিবালোকে বরগুনা সদর টাউন হল এলাকায় একজন ট্রাক চালককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে-পিটিয়ে গুরতর জখম করে।সানির বড় ভাই সুমনের নামেও একাধিক মামলা ছিল। ৭ বছর আগে বরগুনার বেতাগী উপজেলায় ভূমি দখল করতে গিয়ে গণধোলাইতে নিহত হয় সুমন।