এম জাফরান হারুন,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফলে নৌ-শোভা যাত্রা ও হতদরিদ্র, অসহায় এক হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা হাসিব আলম তালুকদার।শনিবার (১৮ই মার্চ) সকাল দশটায় বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বগা নৌ বন্দর হয়ে ১২ থেকে ১৫ টি ট্রলার ফেস্টুন ব্যানার দিয়ে সুসজ্জিত করে হোগলা ব্রীজ পর্যন্ত নৌ শোভাযাত্রা করা হয়। এরপরে বগা বন্দরের ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজে অসহায়, হতদরিদ্র ও দুস্থ মানুষদের ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়। ৭ টি বুথের মাধ্যমে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের ১০ জন্য চিকিৎসক এ সেবা প্রদান করেন।ফ্রি চিকিৎসা পেয়ে হাসি ফুটেছে গ্রামীন হতদরিদ্র মানুষের মুখে। এর আগেও হাসিব আলম তালুকদার বাউফলে স্কুল, কলেজ নির্মান সহ ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন হাসিব আলম তালুকদার।