নিজস্ব প্রতিবেদক
আজ ২২ ডিসেম্বর বৃহস্পতিবার আনুমানিক সময় ১২ টার দিকে বানারীপাড়া উপজেলার উপ-প্রশাসনিক কর্মকর্তা ইয়াসমিনের বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । ইয়াসমিন জানায় দুপুরে বাসায় কেউ না থাকায় দরজার তালার কয়ড়া ভেঙে নগদ প্রায় ৪ লাখ টাকা ও ১ ভরি অধিক স্বর্ণ এসময়ে চুরি হয়েছে।এমন নেককারজনক ঘটনায় বানারীপাড়া থানা প্রশাসনের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।
আজ বিকেলে ইয়াসমিনের স্বামী মোঃ কামাল হোসেন জানায়, তার আপন ভাগিনা মোহাম্মদ সাইদুল ইসলাম, বানারীপাড়ার বাকপুরে তার নিজ বাড়ির কাজ শুরু করে কিছুদিন পূর্বে, কিন্তু সে বর্তমানে ঢাকায় কর্মরত থাকার কারণে তার বাড়ির কাজকর্মের সমস্ত দায়িত্ব হস্তান্তর করে মোঃ কামাল হোসেন এর কাছে,মূলত সাইদুল ইসলামের বাড়ির কাজকর্মের বিভিন্ন বিল পরিশোধ ও মালামাল ক্রয় করার জন্য দেয়া নগদ টাকা ছিলো তার বাসায়। প্রকাশ্য দিবালোকে একজন প্রশাসনিক কর্মকর্তার বাসায় দিন দুপুরে দরজার তালার কয়ড়া ভেঙে এভাবে নেক্কারজনক চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকার সাধারণ মানুষের মনে, উক্ত ঘটনায় বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগী পরিবার। এমন ঘটনায় হতাশা প্রকাশ করে বানারীপাড়া উপজেলার উপ প্রশাসনিক কর্মকর্তা ইয়াসমিন বলেন, দিন দুপুরে যদি একজন প্রশাসনিক কর্মকর্তার বাসায় এভাবে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কোথায়?