ইত্তিজা হাসান মনির, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল গ্রামের স্বামী হারা অসহায় বিউটি বেগমের ১৩ টি ফলজ গাছ কেটে বিউটি বেগমকে বাড়ী ঘর ছেড়ে দেয়ার হুমকি প্রদান করেছে স্থানীয় পলাশ,শহীদ ও হাসিব সন্ত্রাসী বাহিনী।
বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশ্বে স্বামী হারা অসহায় বিউটি বেগম মেয়ে শিল্পীকে (২৫) নিয়ে বসবাস করছে। পনের বছর আগে বিউটি বেগমের স্বামী আলতাফ সিকদার মারা যাওয়ার পর থেকেই প্রতিবেশী সন্ত্রাসী পলাশ(৪০) শহীদ (২৭) পিতা আঃ মালেক ও হাসিব পিতা ফরিদের লোভ হয় বিউটি বেগমের সম্পদের উপর।
বিভিন্ন সময় বিউটি ও মেয়ে শিল্পিকে শারীরিক মারধর করে বাড়ী ছাড়ার হুমকি প্রদান করে আসছিল পলাশ শহীদ ও হাসিব।
গত ১৬,০৪,২৩ ইং তারিখ সন্ত্রাসীরা একত্র হয়ে বিউটি বেগমের উঠানে থাকা আটটি ফলন্ত আম গাছ দুটি আমরুল গাছ তিনটি পেপে গাছ কেটে বসত ঘর কুপিয়ে বাড়ী ছাড়ার হুমকি প্রদান করেছে। বিউটি বেগম বলেন আমি অসহায় আমার স্বামী নেই ছেলে সন্তান না থাকার কারনেই আমার জমির উপর লোভ করে আসছে। আমাকে বাড়ী থেকে তাড়ানোর জন্য বিভিন্ন ভাবে হিমকি প্রদান করে আসছে। আজ সকালে আমার ফলন্ত গাছ কেটে ফেলেছে এবং আমার ঘর কুপিয়েছে আমার মেয়েকে মারধর করেছে। আমি তাদের ভয় কোথায় অভিযোগ দেয়ার সাহস পাইনা। আমাকে যে কোন মুহুর্তে মেরে ফেলতে পারে।
এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ ইলিয়াস বলেন ফলজ গাছ গুলো কাটা ঠিক হয়নি এটা জঘন্য অপরাধ আমরা তাদেরকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করব।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্চ আলী আহম্মেদ বলেন এ ধরনের ঘটনার অভিযোগ পেলে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।