মোঃ রাশেদ মিয়া
রংপুরের মিঠাপুকুর উপজেলার ০৭ নং-লতিবপুর ইউনিয়নের দূর্গাপুর বটতলা জামে মসজিদের উদ্যোগে”মহান স্বাধীনতা ও বিজয় দিবস” উপলক্ষে সকল শহিদদের স্মরণে দোয়া,মিলাদ মাহফিল, আজান,ইসলামিক গজল,কেরাত এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন মসজিদ এবং মক্তব থেকে প্রায় শতাধিক প্রতিযোগী শিশুরা অংশগ্রহণ করেন।দূর্গাপুর বটতলা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ-অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ০৭ নং-লতিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব ইদ্রিস আলী (মন্ডল) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার,ডাক্তার মোঃ ওয়াহেদুজ্জামান, হাফিজার স্যার শিশু নিকেতনের অধ্যক্ষ,মোঃ আলমগীর কবির, বলদিপুকুর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক,মোঃ আবু ফরহাদ মাসুদ।উক্ত অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন,হাফেজ মাওলানা মোঃ নোমান, হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম, হাফেজ মোঃ আলমগীর। অনুষ্ঠানে সার্বিক সহায়তায় ছিলেন বাতাসন দূর্গাপুর বটতলা জামে মসজিদের খতিব,মাওলানাঃ মুফতি-মুহিব্বুল্লাহ ও সহসম্পাদক মোঃ মেজবাহুল ইসলামসহ মুরাদ,সামিউল,কনক,আসরাফুল, সাব্বির,আবুল কালাম আজাদ।অনুষ্ঠানটি পরিকল্পনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন, বটতলা জামে মসজিদের কোষাধ্যক্ষ, মোঃ গোলাম আজম। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন, বটতলা জামে মসজিদের সভাপতি, আলহাজ্ব-নুরুল হুদা সরকার (ফুলবাবু)। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।