মোঃ রাসেল মোল্লা,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মশুরী গ্রামের মৃত কালী পদ সরকারের ছেলে পরিতোষ ও তার চক্রের কাছে জিম্মি এলাকাবাসী। তারা দীর্ঘ বছর যাবত এলাকার নিরীহ কৃষক ও স্থানীয়দের জমি ভুয়া দাতা সাজিয়ে নামে বেনামে রেজিষ্ট্রি করে নিচ্ছে। অনেকের কাছে জমি বিক্রির নামে বায়নাপত্র দলিল করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু ওই বায়নাকৃত মালিককে জমি রেজিষ্ট্রি না করে অন্যত্রে টাকা বেশি পেয়ে বায়নাকৃত জমি বিক্রি করে দিচ্ছে।
এলাকার হিন্দু সম্পত্তি জালজালিয়াতির মাধ্যমে নিজ নামে ও তার মনোনিত ব্যক্তির নামে কাগজ বানিয়ে মানুষের সাথে প্রতারণা করছে। ভুমিদস্যু পরিতোষ ও তার চক্রের সদস্যরা প্রভাবশালীদের ছত্রছায়ায় তারা একের পর এক অন্যায় অপকর্ম চালিয়ে যাচ্ছে। স্থানীয় নিরীহ মানুষগুলো তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে।
ভুমিদস্যু পরিতোষের প্রতারণায় ভুক্তভোগী আ,আ,ম সাইফুল ইসলাম জানান, উপজেলার সদর ইউনিয়নের মশুরী মৌজার সিএস ও এসএ ৬৭ এবং আরএস ৯৮ নং দাগে ৪১ শতাংশ জমি থেকে ২০.৫০ শতাংশ জমি পরিতে াষ ও জামানের নিকট থেকে ১০৭১৭ নং দলিলে রেজিষ্ট্রি বায়না করে। কিন্তু বায়নার নির্ধারিত তারিখের মধ্যে পরিতোষ ও তার সহযোগি জামান তাকে জমি রেজিষ্ট্রি করে দিতে বিভিন্ন তালবাহানা করে আসছে। কিছু দিন পর আ,আ,ম সাইফুল ইসলাম জানতে পারে তার রেজিষ্ট্রি বায়নাকৃত জমি অন্যত্রে বিক্রি করে দিয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী আ,আ,ম সাইফুল ইসলাম বাদী হয়ে গত ২০ ডিসেম্বর ২০২২ সালে উপজেলার সদর ইউনিয়নের মুশুরী এলাকার মৃত কালী পদ সরকারের ছেলে পরিতোষ সরকার (৬০), একই এলাকার আব্দুল হাকিম ভুইয়ার ছেলে মোঃ জামান মিয়াকে (৫০) অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী চন্দন সরকার জানায়, পরিতোষ ও টান মুশুরী এলাকার কালা চাঁন সরকারের ছেলে শ্যামলের সাথে দীর্ঘদিন যাবত অংশিদারে জমি বেচা-কেনা করে আসছে। জমি বিক্রির লভ্যাংশের ৫ লাখ টাকা পরিতোষ ও শ্যামলের কাছে দাবি করলে তারা তাকে টাকা দিতে অস্বীকার করে। চন্দন সরকারকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপহরণ মামলা দিবে বলে হুমকি দেয়। এ ব্যাপারে চন্দন সরকার বাদী হয়ে পরিতোষ ও শ্যামলকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে অভিযুক্ত পরিতোষ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবত সুনামের সহিত জমির ব্যবসা পরিচালনা করে আসছি। কারোও কাছে জমি বায়না বাবদ টাকা নিয়ে জমির রেজিষ্ট্রি করে দেয়নি এরকম কোনো ঘটনা আমার জানা নেই।