বাঙলা কলেজ প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজ মিরপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত।এ কলেজে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী শুনামের সাথে শিক্ষা গ্রহণ করে আসছে।দীর্ঘদিন অপেক্ষার পর দক্ষিণ বঙ্গের বরগুনা জেলার শিক্ষার্থীদের কল্যানে বাঙলা কলেজ শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়।
৫ ই এপ্রিল ২০২৩ উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মাধ্যমে যাচাই বাছাই করে আরিফ হোসেন কে সভাপতি ও মাহাদী ওয়াহেদ লিমন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঢাকাস্থ বরগুনা জেলার বাঙলা কলেজ শাখার পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
উপদেষ্টারা বলেন আমরা এতোদিন পর এমন একটা সংগঠনকে সুন্দর ও সুষ্ঠু ভাবে ছাত্রদের কল্যানে সংগঠিত করতে পেরে আনন্দিত। আশাকরি তোমরা যারা এ গুরুত্বপূর্ণ দায়িত্ব ভার পেয়েছো সবাই আন্তরিক ভাবে ছাত্রদের কল্যানে কাজ করবে।
তোমাদের সুচিন্তিত পরিকল্পনা ও দক্ষতা দিয়ে ছাত্রদের কল্যান বয়ে আনবে।