নিজস্ব প্রতিবেদকঃ
আজ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি বিষয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ।সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এবং সদস্য সচিব হিসেবে আমার সন্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে.এম. খালিদ এমপি।আলোচনায় অংশ নেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাশ, রেভারেন্ড মার্টিন অধিকারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার ও অধ্যাপক রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক আ.ব.ম. ফারুক ও মুজিবগরের সরকারী কর্মকর্তাদের প্রতিনিধিত্বশীল সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মুসা সাদিক।